স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোখতার হোসাইন এর নামে জেলা পরিষদ হতে ৯৯ বছরের জন্য লিজকৃত ৪৩ শতক জমি নির্বাহী প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী গনপূর্ত বিভাগ ঢাকা দ্বয়ের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও সাইনবোর্ড ভাংগার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বর্তমান আম-মোক্তার নিযুক্ত মালিক ফাতেমা মনির গত ৯/১০/২০২৪ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন,যার নং ৬০০।
এ বিষয়ে জমির বর্তমান ভোগ দখলীয় মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির জানান, বর্নিত তফসিল জেলা-নারায়ণগঞ্জ,থানা ও সাব-রেজিস্ট্রি অফিস-ফতুল্লা,মৌজা-আলীগঞ্জ,১নং খতিয়ানের ১৯৪,২৫২ দাগের ০.৪৩ একর সরকারী খাস জমি ১৯৮৮-৮৯ মুলে ৪৩ শতক জমি ৯৯ বৎসরের জন্য লিজ গ্রহন করেন। সে মতে গত ২৮/১০/১৯৮৯ ইং সালে সরকারী কোষাগারে ১লক্ষ ৩৩ হাজার ৪ শত ২২ টাকা জমা দিয়ে ৯৯ বছরের জন্য লিজ গ্রহন করেন।
পরবর্তীতে তাহার ভাই ফাতেমা মনিরকে আম-মোক্তার নিযুক্ত করেন। উক্ত সম্পত্তি আম-মোক্তার মূলে প্রাপ্ত হইয়া ভোগ দখলে নিয়োজিত থাকা অবস্থায় উল্লিখিত বিবাদীদ্বয় জমির দেয়াল ভাঙ্গিয়া ফেলে একই সাথে জমিতে থাকা সাইন বোর্ড ফেলে দেয়। বিবাদীদ্বয় জমির ভোগদখলীয় মালিককে অবহিত না করে এবং এবং সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদীরা বেশ কিছু দিন যাবত কাজ করে আসছেন। ইং ০৯/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বিবাদীদ্বয় লোক-জন নিয়ে বৈধভাবে লিজকৃত জমিতে কাজ অব্যাহত রাখেন। ফাতেমা মনির এ কাজ করতে বাধা দিয়ে বলেন,আপনারা জমির প্রকৃত সীমানা নির্ধারন করে কাজ করেন, এতে ফাতমা মনিরকে বিভিন ধরনের হুমকি দেয়া হয়। এ ঘটনায় ফাতেমা মনির বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন,যার নং-৬০০ তারিখ ০৯/১০/২০২৪ইং। ফাতেমা মনির আরো জানান, এ জমি নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ,২য় আদালত,নারায়নগঞ্জ,দেওয়ানী মোকদ্দমা নং-৩৫৩/২০২৪ চলমান আছে। এরপর ও বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে জমির ভোগ দখলীয় মালিক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।