ষ্টাফ রিপোর্টার:
৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো ১৭ বছরের স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে পালিয়ে যায় নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত সকল অপকর্মের অন্যতম পুরধা শামীম ওসমানসহ তার অপরাধ জগতের নক্ষত্ররা। কিন্তু পালিয়ে যায়নি শামীম ওসমানের সহযোগিদের সাথে থাকা ডেভিলরা। তারা এখনও প্রতিটি পাড়া-মহল্লায় রয়েছে বহাল তবিয়তে। আওয়ামী সেই ডেভিলরা কেউবা প্রকাশ্যে রয়েছে আত্মীয়তার সুত্রে আবার কেউবা রয়েছে ভাই-চাচা-মামা সুত্রে। এদেও মধ্যে অন্যতম একজন ডেভিল নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো.জসিমউদ্দিন জসিম।
ফতুল্লার ইসদাইর এলাকার বাসিন্দা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জসিমউদ্দিন মুলত গডফাদার শামীম ওসমানের অন্যতম আস্থাভাজন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো.বাদলের অন্যতম হাতিয়ার হিসেবেই সর্বজন পরিচিত। বিগত ১৭ বছরে আওয়ামীলীগের স্বৈরাচারী শাসনামলে জসিম ছিলেন ইসদাইরসহ আশপাশ এলাকায় আতংকের একটি নাম। বর্তমানে তার আপন ছোটভাই বিএনপি অঙ্গসংগঠনের নেতা। এছাড়াও ইসদাইর এলাকায় গুটিকয়েক বিএনপি নেতার আশ্রয়ে থেকে পুর্বের ন্যায় বর্তমানেও চালাচ্ছেন বিভিন্ন কর্মকান্ড। অপারেশন ডেভিল হান্টের অভিযানের মাঝে প্রকাশ্যেই চলাচল করছেন আওয়ামী এ ডেভিল জসিমউদ্দিন। প্রায় ৩ মাস পুর্বে ইসদাইরে একটি স্কুলের শিক্ষককে নারী সংক্রান্ত বিষয়ে ব্লাকমেইলিংয়ের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় সহযোগিদের নিয়ে। এছাড়াও এলাকাতে বিভিন্ন অপকর্ম করারও অভিযোগ পাওয়া যাচ্ছে ডেভিল জসিমের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসদাইরের অনেক সাধারন মানুষ বলেন, জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করতে সাংসদ শামীম ওসমান এবং ভিপি বাদলের নির্দেশে জেলা পরিষদ এলাকাতে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার উপর পাহারা দিতো যেন কোন ছাত্র-জনতা মিছিল কিংবা বিক্ষোভ না করতে পারে। সে সময় জেলা পরিষদ এলাকাতে ছাত্র-জনতার সাথে আওয়ামী ডেভিলদের সংঘর্ষের ঘটনাতে স্বশরীরে উপস্থিত ছিলেন এ সৈনিকলীগ নেতা জসিমউদ্দিনগংরা। জুলাই-আগষ্টের সেই ছাত্র-জনতার আন্দোলনকে দমাতে নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকান্ডের ঘটনায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রতিটি থানাতে আওয়ামী ডেভিলদের বিরুদ্ধে কয়েক শতাধিক মামলাও হয়েছে। সেই মামলায় আওয়ামী ডেভিল জসিমও আসামী। অথচ ছোটভাই যুবদলের রাজনীতি করার সুবাদে একেবারেই নিরাপদভাবেই এলাকাতে প্রকাশ্যে চলাচল করছে।
স্থানীয়রা আরো জানান, অন্তবর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এখনও পর্যন্ত ভারতে পালিয়ে থাকা সাবেক স্বৈরাচারী প্রধান শেখ হাসিনা বিভিন্নভাবে দেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী ডেভিলদেরকে নির্দেশনা দিচ্ছেন। আর সেই নির্দেশনা মোতাবেক দেশে আবারো অরাজকতা করতে অপতৎপরতা চালাচ্ছে ডেভিলরা। এদের মাঝে অন্যতম এ ডেভিল বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জসিমউদ্দিনগং। তারা বলেন,আত্মীয়তার সুত্রে যদি কোন অপরাধী পার পেয়ে যায় তবে সেটা হবে দেশের জন্য ক্ষতিকর। অপারেশন ডেভিল হান্টে শামীম ওসমান ও ভিপি বাদলের সহযোদ্ধা জসিমউদ্দিন জসিমগংদেরকে দ্রুত গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে শাস্তির দাবী জানান তারা।