ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সচেতন নাগরিকের ব্যানারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে ইসদাইর ও আশপাশ এলাকায় ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শুক্রবার বিকেলে ফতুল্লার কোতালেরবাগ এলাকা থেকে শুরু হয়ে রেল লাইন বটতলা,কাপুরাপট্টি,ইসদাইর বাজার,ইসদাইর রেইল লাইন বস্তি ও চাষাঢ়া রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলের পুর্বে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,মাদক এখন আমাদেও সমাজের অভিশাপে পরিনত হয়েছে। প্রতিটি পরিবার তাদের সন্তানকে নিয়ে শংকার মাঝে দিনানিপাত করছেন। আর এ মাদকের প্রবনতার কারনে সমাজের প্রতিটি স্তরে বেড়ে চলছে কিশোরগ্যাং নামক সামাজিক ব্যাধি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এ মাদক নির্মুলে প্রতিজ্ঞাবদ্ধ হই। যেন আমাদের সন্তানগুলো মানুষের মত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে আগামীর রাষ্ট্র পরিচালনার একজন উত্তর সুরি হিসেবে গড়ে তুলতে পারি। মাদক বিক্রেতাদেরকে হুশিয়ারী প্রদান করে তিনি বলেন, এখনও সময় আছে এ সমস্ত অনৈতিক পথ ছেড়ে সুষ্ঠু ও সুন্দর জীবনে ফিরে আসো। তোমরা নিজেরা লাভবান হলেও আমাদের সাধারন পরিবারের সন্তানগুলোকে বিপথগামী করোনা। আজকের পর যদি কেউ অত্র এলাকায় মাদক বিক্রিতে জড়িত থাকে তাহলে তার অবস্থান হবে কারাগারে।
এ সময় উপস্থিত ছিলেন,হাসান ইমাম সম্রাট, ৬ নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক শরিফ মাহমুদ,সহ সভাপতি ৬নং ওয়ার্ড বিএনপি, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।