জাগো নারায়ণগঞ্জ
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আযম মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন দক্ষিণ ধর্মগঞ্জ আরাফাত নগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি আরাফাত নগর বাইতুল আমান জামে মসজিদ কমিটি সভাপতি হাজী মোহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ চুন্নু মাতবর, সাধারণ সম্পাদক মোঃ হারুন মাষ্টার,সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব উদ্দিন, দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটো সাংবাদিক মোহাম্মদ সেলিম প্রমুখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ নুরে আযম মিয়া বলেন, আপনারা এলাকার মসজিদ-মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নমুলক কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আমরা সহযোগিতা করবো। এছাড়াও মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে একটি সভা আহ্বান করেন আমি সেখানে উপস্থিত থাকবো।
এ সময় মসজিদ কমিটির সভাপতি হাজ্বী মোঃ আবুল হাশেম বলেন, ফতুল্লার আইন-শৃঙ্খলার পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় ভালো। আপনার যোগ্য নেতৃত্বে ফতুল্লা মডেল থানা এলাকা গুলো সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও অপরাধমুক্ত হয়ে উঠুক এ প্রত্যাশা করছি।