ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র- জনতার রুহের মাগফেরাত কামনা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে নয়ামাটি ব্রীজ সংলগ্ন স্থানে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ও ৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের আয়োজনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান আলী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আকতার হোসেন,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা জাসাসের সভাপতি এম এ লতিফ তুষার, স্থানীয় বিএনপি নেতা ফজল হক,মনির হোসেন,আসাদুজ্জামান মুন্না,মামুন,আল আমিন,সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, শিবু মার্কেটের শাহিন চাঁদাবাজিতে মেতে উঠেছে। কেউ বিএনপির নামে চাঁদাবাজি করতে গেলে তাকে বাইন্দা সেনাবাহিনী ও পুলিশের কাছে সৌপর্দ করবেন। বিএনপির একটি অংশ আওয়ামীলীগের বি টিম হিসেবে তারা গত ১৭ বছর কাজ করেছে। এখনো করছে। এরা বিএনপির কেউ না। চাঁদাবাজদের হুশিয়ার উচ্চারন করে বলেন, শামীম ওসমানের মত বড় গডফাদার আপনারা নন সেই শামীম ওসমান কিন্তু তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে কাজে সাবধান হয়ে যান কোনরকম চাঁদাবাজি বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।