ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার বৃহত্তর ধর্মগঞ্জের সর্বস্তরের এলাকাবাসীর পক্ষে সকল প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ধর্মগঞ্জসহ আশপাশ এলাকায় সন্ত্রাস,চাদাঁবাজ এবং মাদকের প্রবনতা রোধে এবং মাদক বিক্রেতাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার ( ৯ মে ) ধর্মগঞ্জ পাকাপুল সংলগ্ন মাদ্রাসা মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ধর্মগঞ্জসহ আশপাশ এলাকায় মাদকের প্রবনতা রোধে এবং মাদক বিক্রেতাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার মো.ইসলাম,মো.মনির হোসেন ঢালী,রাশেদুল ইসলাম,ইমাম হোসেন বাপ্পী,আসাদুজ্জামান জনি,তোফাজ্জল হোসেন তপুসহ এলাকার সর্বস্তরের সাধারন মানুষ।
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন মো.জাহাঙ্গীর মল্লিক,মো.সুজন,মো.বাবু,রনি,মিজান ও আলম ডেভিড।
মানববন্ধনে বক্তারা বলেন,মাদক এখন সামাজিক ক্যানসারে রুপান্তরিত হয়েছে। আর এ সামাজিক ক্যানসার রোধে যদি পাড়া-মহল্লার গন্যমান্য ব্যক্তিরা অবস্থান না নেয় তাহলে তা ধীরে ধীরে প্রতিটি যুবসমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। তারা বলেন,আমাদের মহল্লাগুলোতে কে বা কাহারা মাদক বিক্রিতে জড়িত রয়েছে তাদের সবাইকে কিন্তু আমরা চিনি। উক্ত মাদক বিক্রেতাদেরকে বলতে চাই সময় থাকতে এ পথ থেকে সরে আসুন নতুবা সমাজের সবাই যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে তাহলে পালাবার পথ খুজে পাবেননা। তারা বলেন,বাপে ৩০০ টাকার কামলা আর পোলায় মাদক বিক্রি করে সাড়ে ৫ লাখ টাকার হোন্ডা কিনে ঘুরে। এলাকাতে যারা মাদক বিক্রিতে জড়িত তারা কিন্তু আমাদের পাশে থেকেই সমাজের মানুষের কাছে ভালো সাজার ভান করে। সুতরাং আমাদেরকে এ বিষয়গুলো ভালভাবে বুঝে চলাচল করতে হবে।
বক্তারা আরও বলেন, আমাদের এলাকাতে মাদকমুক্ত করতে যা কিছুর প্রয়োজন হবে তা সবকিছুই আমরা করবো স্থানীয় এবং প্রশাসনের সার্বিক সহযোাগিতার মাধ্যমে। এ এনায়েতনগরে যেসকল শীর্ষ নেতৃবৃন্দ কিংবা ব্যবসায়ী এবং সমাজপতিরা রয়েছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আমাদের ধর্মগঞ্জকে মাদকমুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। তারা বলেন,প্রয়োজনে মাদক বিক্রেতাদের তালিকা তৈরী এবং গনস্বাক্ষর নিয়ে আমরা প্রশাসনের সকল দপ্তরে জমা দিবো।
প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ধর্মগঞ্জসহ আশপাশ এলাকায় মাদকের প্রবনতা রোধে এবং মাদক বিক্রেতাদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচির পুর্বে বিগত সময়ে এনায়েতনগরের প্রতিটি ওয়ার্ডে এবং সারাদেশের সকল প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।