Views: 19
ষ্টাফ রির্পোটার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ ষ্টেডিয়াম সংলগ্ন মোঃ জুয়েল এর জমি নিয়ে মামলা চলমান থাকা সত্বেও জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে সাইদুল গংরা।
এ ব্যাপারে কুতুবআইল খিজিরপুর এলাকার আবু তালেবের পুত্র মোঃ জুয়েল বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এসআই মিজানুর রহমানকে অভিযোগের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
ডালিম গত আওয়ামী লীগ সরকারের আমলে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড, খোকন সাহার সাথে এবং মহাসিন বেপারী পলাতক সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের ছবি তুলে চলাফেরা করতো বিধায় নিরীহ লোকদের জমিজমা দখল করে হয়রানি করতো।
গত ৫ই আগস্ট ছাত্র- জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এডভোকেট খোকন সাহা পালিয়ে গেলেও রাতারাতি ডালিম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়নগঞ্জ জেলার সভাপতি মহাসিন বেপারী ভোল পাল্টিয়ে বিএনপির নেতা বনে যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানান রামার বাগ এলাকাবাসী।
ডালিম ও মহাসিন বেপারীর শেল্টারে সাইদুল রহমান রামারবাগে মোঃ জুয়েলের জমি দখল করতে বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় দলবল নিয়ে যায়।খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি শান্ত হয়। আগামী রবিবার সন্ধ্যায় উভয় পক্ষ কে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মোঃ সাইদুল রহমান, পিতা আঃ হালিম খান, সাং- পশ্চিম দেওভোগ মাদ্রাসা রোড,জাহাঙ্গীর আলম ডালিম পিতা মৃত সালাউদ্দিন, রামারবাগ, নাদিম হোসেন ভূইয়া পিতা আবু সিদ্দিক ভূইয়া,পশ্চিম দেওভোগ, সর্ব থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ সহ প্রায় ৭/৮ জন অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, নিম্ন তপছিল বর্ণিত ভূমির মালিক গত ১৭/১০/২০২৩ ইং তারিখ আমি বিজ্ঞ সিনিয়র সহকারী ২য় আদালতে ১টি দেওয়ানি মোকদ্দমা দায়ের করি।
যাহার দেওয়ানি মামলা নং- ৪০৭/২৩ গত ০৭/১১/২০২৩ইং তারিখ দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারায় বিধান মতে আবেদন করি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া বিবাদীগণ আমার এই সম্পত্তি জোড় পূর্বক দখল করতে না পারে এই মর্মে আদেশ প্রদান করেন।
বিবাদীগন এই আদেশের খবর পাইয়া তারা জোড় পূর্বক দখল করার চেষ্টা করছে। গত ১২/১১/২০২৪ ইং তারিখ রাত অনুমান ৭ ঘটিকার সময় বিবাদীরা উক্ত সম্পত্তিতে আসিয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া হুসিয়ারী দেয় যে, আগামী কাল হতে যে কোন সময় বর্ণিত সম্পত্তি জোড় পূর্বক দখল করিয়া নেয়া সহ সম্পত্তির উপরে স্থাপিত গোডাউন লুটপাট করিবে। যদি কেউ কোন বাধা প্রদান করে কিংবা কোন বাড়াবাড়ি করে তাহা হইলে তাহাকে হত্যা করিবে মর্মে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মোঃ জুয়েল।