প্রেস বিজ্ঞপ্তি:
গত বুধবার ৯ এপ্রিল বিকেল ৪ টায় ফতুল্লার রামারবাগ এলাকা হতে মো.সুলাইমান নামে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোজ হয়েছেন। এ সময় ছেলেটির গায়ে পাঞ্জাবী-পায়জামা পরিহিত ছিলো। বহু খোজাখুজির পর সুলাইমানকে কোথায় খুজে পাওয়া যায়নি। এ বিষয়ে সুলাইমানের পিতা রামারবাগ এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো.সোহান মুন্সি ফতুল্লা মডেল থানায় একটি ডায়েরী করেছেন। তারিখ ১১/০৪/২৫ইং। যদি কোন সহৃদয়বার ব্যক্তি নিখোজ ছেলেটির সন্ধান পান তাহলে নিন্মোক্ত মুঠোফোন নম্বওে যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোজ সুলাইমানের পিতা মো.সোহান মুন্সি।