ফতুল্লায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলায় ৪ জন আহত। ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের। ১৫ মার্চ শনিবার সন্ধায় ফতুল্লা পাগলা চিতাশাল মোড়ে রাসেলের গ্যারেজে এ ঘটনা ঘটে ,
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আব্বাস উদ্দীন আশিক অভিযোগে উল্লেখ করেন,আমি এইচ এন এফ হোসিয়ারী ব্যবসা পরিচালা করে আসছি, ১ নং বিবাদী মোঃ শাহিন গত বছর ৮ জানুয়ারী আমার প্রতিষ্ঠান থেকে বাকিতে ২৫ হাজার টাকার মালামাল ক্রয় করে। আমি আমার পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে টালবাহানা সহ হুমকি প্রদান করে আসছিলো। গত ১৫ মার্চ সন্ধায় পাগলা চিতাশাল রাসেলের গ্যারেজে টাকা দেয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে যায়। আমি সেখায় উপস্থিত হলে পুর্ব বিবাদী মোঃ শাহিন, সুমন, মোঃ রাসেল, হাসন, আঃ রহমান, শাহ আলম, ফয়সাল ও মনির সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আমাকে গ্যারেজের ভিতরে ডেকে নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে ছুরি, চাকু, চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতা বদ্ধ হয়ে আমার উপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে, আমাকে হত্যার ১ নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে কপালের বামপাশে উপর দিকে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে জনৈক ডি এম লিটন, হালিম মুছা, সেলিম মোল্লা এগিয়ে এসে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করলে তাদের উপর হামলা করে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত, নীলাফুলা জখম করে গুরুতর আহত করে, এ সময় বিবাদীরা আমার প্যান্টের পকেটে থাকা সাড়ে বার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে আমরা নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানাচ্ছি।