Views: 2
ষ্টাফ রিপোর্টার:
ফিউচার ক্যাডেট একাডেমি( সাবেক ক্যাডেট কেয়ার) নারায়ণগঞ্জ শাখার ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) উত্তর মাসদাইর নিজস্ব ক্যাম্পাসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্কুলের বিপুল পরিমাণ শিক্ষার্থীরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফিউচার ক্যাডেট একাডেমি নারায়ণগঞ্জ শাখার ব্রাঞ্চ ডিরেক্টর রাহিলা আক্তার ও নির্বাহী পরিচালক রোকেয়া আক্তার জানিয়েছেন, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ছাড়াও ডে কেয়ার, আবাসিক ও অনাবাসিক ভর্তির সুযোগ রয়েছে।
বিগত বছরগুলোর তুলনায় এ বছরও সাফল্য ধরে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী ২৩ই নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলা ও টুঙ্গিবাড়ি উপজেলার ভর্তি পরীক্ষা পঞ্চসার আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হবে।
এছাড়াও ৩০শে নভেম্বর সিরাজদিখান উপজেলার ভর্তি পরীক্ষা খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আগ্রহী অভিভাবকগণ সন্তানদের আগামীর সুন্দর ও নিরাপদ জীবন গঠনে ফিউচার ক্যাডেট একাডেমি নারায়ণগঞ্জ শাখায় নির্ভয়ে ভর্তি করাতে পারবেন।
প্রতিবছর ফিউচার ক্যাডেট একাডেমি নারায়ণগঞ্জ শাখা হতে বিপুল পরিমাণ শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে।।
ক্যাডেট কলেজে ভর্তির উদ্দেশ্যে তৃতীয় শ্রেণি হতে সপ্তম শ্রেণি পর্যন্ত কোচিং করানো হয়। এছাড়াও স্কুল পড়য়া বাচ্চাদের বেসিক ডেভেলপমেন্ট নিয়েও কাজ করে। ফিউচার ক্যাডেট একাডেমি তাদের সাফল্য ধরে রাখতে প্রতিবারের মতো এবারও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে বলেও আশা প্রকাশ করছি।