ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, জননেতা এ কে এম শামীম ওসমান বক্তাবলীকে শহরে পরিণত করেছেন। ৯৬ সালের আগে মানুষ বক্তাবলীতে আসলে যাতায়াত করতে অসুবিধা হতো। এখন গাড়ি নিয়ে যে কেউ বক্তাবলীতে চলে আসতে পারেন এর অবদান শামীম ওসমান ও আপনাদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এম শওকত আলীর।
তিনি বক্তাবলী বাসীর উদ্দেশ্য বলেন, অতি দ্রুতই বক্তাবলীতে ব্রীজ নির্মিত হবে। তিনি বিভিন্ন উন্নয়নের চিত্ত তুলে ধরে বলেন, আজ বক্তাবলীতে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হলো ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সোমবার ( ৮ ই জুন) দুপুর ১২ টায় বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চতুর্দিকে দেয়াল নির্মাণ কাজে উদ্বোধন উপলক্ষে উপরোক্ত কথা বলেন।
বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি শওকত আলীর সভাপতিত্বের অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাফেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার আকিলউদ্দিন, মহিউদ্দিন ভূইয়া, মহিলা মেম্বার পিংকি আক্তার, সহকারী নুর মোহাম্মদ টিটু,যুবলীগ নেতা আনোয়ার আলী প্রমুখ।
সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, শামীম ওসমান এমপি আস্থাভাজন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল দলের রাজনীতি করতে গিয়ে তার এক পা হারিয়েছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তার প্রতি বিশ্বাস রেখে চন্দন শীলকে জেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। এক পা হারিয়েও থেমে থাকেননি তিনি পুরো জেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। এমনকি বক্তাবলীর উন্নয়নের প্রতি তার রয়েছে অন্যরকম দৃষ্টি।