Views: 8
জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিন এর অনুষ্ঠান বাতিল হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকালে বক্তাবলী বিএনপির কার্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় এবং বিএনপি কার্যালয়ে অনুষ্ঠান না করার অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়।
জানা যায়,বক্তাবলী ইউনিয়ন বিএনপি প্রবাসী ঐক্য ফোরাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
কিন্তু আয়োজক কমিটির সভাপতি লিয়াকত আলী কোরিয়ায়,সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আফ্রিকায়,সুরুজ্জামান শাওন আফ্রিকায় অবস্থান করায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাসান আলীকে অনুষ্ঠান করার দায়িত্ব দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,আগে থেকে নির্যাতিত ও ত্যাগী নেতাদের এবং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক কে দাওয়াত না দেওয়ায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠান করার অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়।
তারা বলেন,দলের জেলা সভাপতি আসবে ভালো কথা। আমরা তাকে আনন্দের সহিত অভ্যর্থনা জানাবো। কিন্তু আয়োজক কমিটি এক তরফাভাবে নিজ লোকদের নিয়ে অনুষ্ঠান করার অপচেষ্টার কারনে তা বাতিল হয়।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাসান আলীর ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,একটি বিশেষ কাজ থাকার ফলে সাবেক এমপি মহোদয় বলেছেন যে অনুষ্ঠানটি কয়েকদিন পরে করার জন্য এ কারনে সেটা অনুষ্ঠিত হয়নি। কিন্তু কাউকে দাওয়াত দেয়া হয়নি বলে সেটা হয়নি এটা নিছক মিথ্যা কথা।