ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলীর জাল জালিয়াত চক্রের মাষ্টার মোঃ রাসেল শেখ পিতা জাহেদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফতুল্লা আমলী আদালত। সিআর মামলা নং -১২৬/২৫। গত ২৩/১/২০২৫ ইং তারিখ প্রতারক মোঃ রাসেল শেখ,তার সহযোগী আকলিমা আক্তারের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ আইন দঃ বিঃ ৪০৬/৪২০/৪১৯/১০৯/২০২৩ এর ৪(১)ক ধারায় ওয়ারেন্ট জারী করেছেন।
উল্লেখিত প্রতারক ও জালজালিয়াত চক্রের হোতা রাসেল শেখ,আকলিমা আক্তার। তারা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের শেল্টারে থেকে রাসেল শেখ অন্যের জমি জাল জালিয়াতের মাধ্যমে নিজের করে নিতো।
জানা যায়,জমির প্রকৃত মালিক হচ্ছে ঢাকার ওয়ারী এলাকার মোঃ ইনসান আলী ওরফে শান আলী স্ত্রী ফাতেহা সিদ্দিকা এর কন্যা আলেয়া সিদ্দিকা। কিন্তু প্রতারক ও জালজালিয়াত চক্রের হোতা রাসেল শেখ তার আপন জেঠাস আলীগঞ্জ নন্দলালপুর কুতুবপুর এলাকার আজগর আলী ও শামছুন নাহারের কন্যা আকলিমা আক্তারকে জমির মালিকানা বানিয়ে পাগলা হামিদ,মমিন,সেলিম এর নিকট বায়না করে দেয়। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পাগলা হামিদ গংরা দখলের অপচেষ্টা চালিয়ে ছিল। কিন্তু জমির প্রকৃত মালিক নিজের দখলে রেখে উক্ত জমিতে শস্য চাষ করছেন।
প্রতারক আকলিমা আক্তার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার আরজুদা বেগম খুকুর চাচাতো বোন।
প্রতারক ও জালজালিয়াত চক্রের মাষ্টার রাসেল শেখ পিতা জাহেদ আলী ও আকলিমা আক্তারকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন। ০১৭১৭৭৫০১৯৮ নাম্বারে সন্ধান দাতাদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।