ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর চর বক্তাবলীতে মালেশিয়া প্রবাসী ইয়াসিন মজুমদারের ক্রয়কৃত সম্পত্তিতে জোড়পুর্বক সাইনবোর্ড সাটিয়ে দখলের অভিযোগ পাওয়া গেছে মো.মাসুদ প্রধানের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী ইয়াসিন মজুমদারের স্ত্রী মোসা.পাখি বেগম ফতুল্লা মডেল থানায় মাসুদ প্রধানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে নরসিংপুর (কাশিপুর) তারা মিল সংলগ্ন ইসরাফিল এর বাড়ীর ভাড়াটিয়া প্রবাসী ইয়াসিন মজুমদারের স্ত্রী মোসা.পাখি বেগম উল্লেখ করেন যে,উক্ত বিবাদী বক্তাবলীর সুরুজ্জামান প্রধানের ছেলে মাসুদ প্রধান ও আমার স্বামী একই প্রতিষ্ঠানে চাকরি করিত। সে-সুবাদে উক্ত বিবাদীর সহিত আমার স¦ামীর পরিচয় হয়। আমার স্বামী বর্তমানে মালেশিয়া প্রবাসী। বিগত ২ বছর পূর্বে আমি চর বক্তাবলী মৌজাস্থিত, যাহার দাগ নং- সি.এস-৮৭৯, এস.এ-৮০৬নং আর.এস.এ-১৪৪৭ নং দাগে মোট জমির পরিমান – ৬.৮৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হই। শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বিকাল অনুমান- ৪টায় আমি আমার উল্লেখিত ঠিকানার জমিতে গিয়া দেখতে পাই যে উক্ত বিবাদী আমার সম্পওির উপর বিবাদীর নাম লিখিয়া একটি সাইনর্বোড টানাইয়া রাখিয়াছে। আমরা জমির ক্রয় করার পূর্বে জমির প্রকৃত মালিক উল্লেখিত সম্পত্তি কারো নিকট বিক্রয়/ বায়না করে নাই। আমি ও আমার স্বামী উক্ত জমি কাহারো নিকট বিক্রয় করি নাই। বিষয়টি জানাতে পারিয়া আমি সাথে সাথে উক্ত বিবাদীর ব্যবহৃত মোবাইল নং- ০১৯৪৭৪২৬৮@@ তে ফোন দিয়া সার্ইনর্বোড উঠিয়া নেওয়ার কথা বলে উক্ত বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। বিবাদীর হুমকিতে আমি নিরাপত্তহীনতায় ভুগিতেছি। ঘটনার বিস্তারিত গন্যমান্য লোকজনদের জানাইয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ প্রধানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই ওর সাথে আমার ব্যাবসায়িক সর্ম্পক ছিলো। আমি অনেকগুলো টাকা পাই ওর কাছে। গত ১৫ তারিখে আমাকে টাকা দেয়ার কথা ছিলো। টাকা না দিয়ে ও মালেশিয়া চলে যায়। শুনেছি ও নাকি সেই জমিটুকু বিক্রি করে ফেলবে। তাই সেটা যেন বিক্রি না করতে পারে তাই এ সাইনবোর্ডটি লাগিয়েছি।