ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লক্ষীনগর সহ বিভিন্ন এলাকার চায়ের দোকান গুলোতে লুডু খেলার নামে জুয়ার আসর মহোৎসবে চলছে বলে সংবাদ পাওয়া গেছে।
ফলে প্রায় সময় জুয়াড়ীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, লক্ষীনগর, রামনগর, কানাইনগর, প্রসন্ননগর, মধ্যনগর, গোপালনগর সহ বিভিন্ন এলাকার চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত চলছে লুডু খেলার নামে জুয়ার আসর।
এই সুযোগে জুয়াড়ীরা রাজনৈতিক আলাপ করায় প্রায় সময় আওয়ামী লীগ, বিএনপির কর্মীদের মধ্যে অঘটন ঘটে থাকে।
জুয়াড়ীদের পরিবারগুলোতে নেমে আসছে অশান্তির ছায়া। অনেক জুয়াড়ী পরিবারের জন্য বাজার না করে জুয়া খেলার কাজে টাকা ব্যয় করায় পরিবারগুলোতে বিরাজ করছে অশান্তি।
বর্তমানে পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় ডিউটি না করায় জুয়া খেলার আসল যেন বেড়েই চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষন করে হত্যা, লাঠিচার্জ সহ নানান রকম অত্যাচার করায় বিক্ষুব্ধ হয়েছিল পুলিশের প্রতি সাধারন মানুষ।
এমনকি দেশের বিভিন্ন জেলায় থানাগুলোতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করায় পুলিশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
পুলিশের উপর মহলের নির্দেশ না থাকায় এখনো পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকায় টহল ডিউটি না করার এই সুযোগকে কাজে লাগিয়ে জুয়াড়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।
অতি দ্রুত পুলিশের স্বাভাবিক কার্যক্রম চালু করে এই জুয়াড়িদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সে দাবি জানিয়েছেন সচেতন মহল।