ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রামনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই আগস্ট) দুপুর ১ টায় মোঃ মোখলেছ,কামাল হোসেন ও জামাল হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আল আমিন ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও মাহফিলে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন,সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, বিএনপি নেতা মোহাম্মদ দিদার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ বাদশা মিয়া,বিএনপি নেতা মীর আলমগীর হোসেন,বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম আজাদ, বিএনপি নেতা মোতালেব মেম্বার, বাচ্চু মিয়া,শরীফ হোসেন পাখি, যুবদল নেতা সালেহ আহমেদ,সুমন ও খোরশেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র ও আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।