জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাধানগরে ভাবিকে মারধর করার অপরাধে নারী নির্যাতন মামলায় দেবর আলমগীর হোসেন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (২৬ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন নতুন কোর্ট এলাকার লিংক রোড হতে আলমগীর হোসেনকে আটক করে জেলহাজতে প্রেরন করে।
জানা যায়,আলমগীর হোসেন গত মঙ্গলবার তার বড় ভাইয়ের স্ত্রী শিউলী আক্তার কে মারধর করে গুরুতর আহত করে।আশংকাজনক অবস্থায় স্বজনরা শিউলী আক্তার কে উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফিরে রাতেই শিউলী বাদী হয়ে আলমগীর হোসেন কে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা নম্বর – ৮৬ দায়ের করেন।সেই মামলায় পুলিশ আলমগীর হোসেন গ্রেফতার করেন।
উল্লেখ্য এর আগে মায়ের সম্পত্তি জালিয়াতে মাধ্যমে লিখে নেন প্রতারক ও দলিল লিখক আলমগীর হোসেন। মায়ের দায়ের কৃত মামলায় আলমগীর হোসেন ২২ দিন জেল খাটার পর জামিনে বের হয়ে আসে।