স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগর এর চিহ্নিত মাদক ব্যবসায়ী শৈশবসহ দুজনকে আটক করেও রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে এলাকাবাসী
গত বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) রাতে আকবর নগর এলাকা হতে ইয়াবা সহ শৈশব ও তার এক সহযোগী আটক করে।
অপরদিকে এলাকাবাসী কর্তৃক শৈশবকে আটক করার খবর তার বাড়ি পৌছলে তার স্বজনসহ কতিপয় মাদক ব্যবসায়ীরা শৈশব কে ছাড়িয়ে নিতে জোর তৎপর চালায়।
একদিকে এলাকাবাসী ইয়াবা সহ আটক করলেও রহস্যজনক কারণে শৈশব ও তার সহযোগী ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বক্তাবলীর গোপালনগর গ্রামের গিয়াসউদ্দিন গেসুর পুত্র (মেম্বার বাড়ি বলে পরিচিত) শৈশব ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা, গাঁজাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এর আগেও শৈশব মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিল। গত বৃহস্পতিবার ৭ নভেম্বর আকবর নগর এলাকাবাসী ইয়াবা সহ শৈশবকে আটক করে। এ খবর তার বাড়িতে পৌঁছলে তাকে ছাড়িয়ে নিতে জোর তদবির চালায় মেম্বার বাড়ির কয়েকজন ব্যক্তি। এতে তারা সফল হয়।
মেম্বার বাড়ির আরেক মাদক বিক্রেতা ইদ্রিস তার লোকজন নিয়ে শৈশবকে পুলিশে না দিয়ে এলাকাবাসীর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়।
এতে করে বক্তাবলী জুড়ে মাদকের ব্যপক প্রসার ঘটেছে।