স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এর সমাজসেবক মরহুম মোহাম্মদ আলী স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ রাসেল প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ লোকমান হোসেন, মতিউর রহমান ফকির, আবুল খায়ের, মোহাম্মদ হালিম ব্যাপারী, মোঃ মোজাম্মেল প্রধান, মোহাম্মদ আব্দুল হামিদ, সৈয়দ হোসেন, এমএ মতিন, মোহাম্মদ নাসির হোসেন,নবী হোসেন প্রমুখ।
মোহাম্মদ আল-আমিন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ প্রধান, মোহাম্মদ সাঈদ প্রধান, মোহাম্মদ আকরাম প্রধান, মোঃ রাহাদ প্রধান, মোহাম্মদ মুরাদ প্রধান, মোহাম্মদ তালহা প্রধান প্রমুখ।
গোপালনগর প্রধান বাড়ির সামাজিক ঐক্য সংগঠন আয়োজিত উক্ত খেলায় অংশগ্রহণ করে বক্তাবলী ভাই ভাই সংঘ ও লক্ষীনগর সরদার একাদশ। খেলায় এক রানে বক্তাবলী ভাই ভাই সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লক্ষীনগর সরদার একাদশ।
পরে প্রধান অতিথি নজরুল ইসলাম বাবুল সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন।