জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় লক্ষীনগর এলাকায় বারণ করে নেন।
সম্প্রতি বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয় ও সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান শুভ।
এতে মোহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি ও আনোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সোমবার স্থানীয় নেতা কর্মীরা নবনির্বাচিত সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎস্যজীবী দলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।