ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন শ্রমিক দলের অফিস,জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করেছে আওয়ামী লীগ নামধারী নেতা রশিদ মেম্বার বাহিনী। এ ব্যাপারে মাসুদ শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, আমি মাসুদ শেখ (৪৫), পিতা মৃত জাফর আলী বিবাদী সুমন (৩৫) পিতা আবু, শাকিল পিতা সাইজিদ্দিন,আল আমিন পিতা- গোয়াইল্লা,আলমগীর পিতা অজ্ঞাত, মনির ড্রাইভার পিতা কালু মিয়া, ৩। রশিদ (৬৫), পিতামৃত আজগর আলী থানা ফতুল্লা, জেলা-নারায়গঞ্জ এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি, আমি আমার বর্নিত ঠিকানায় ইটা ও স্পিটিনের ব্যবসা করিয়া আসিতেছি।
পাশাপাশি বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের উপদেষ্ঠা হিসেবে নিয়োজিত আছি। উল্লেখিত বিবাদী এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। বিবাদীদের সহিত আমাদের বিভিন্ন বিষয়াদী নিয়ে পূর্ব শত্রুতা চলিয়া আসতেছিল।
আমি বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত থাকায় উক্ত আসামীরা আমাকে সহ নেতাকর্মীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও অফিস ভাংচুর করবে বলে হুমকি প্রদান করে আসছিল।
মঙ্গলবার ৩১/১২/২০২৪ তারিখ সকাল ১০ টায় উল্লেখিত সন্ত্রাসী সহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের অফিসে প্রবেশ করে আমাকে একা পেয়ে মারধর করে নীলাফোলা, রক্তাক্ত জখম করে এবং খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান ছবি সহ আসবাবপত্র ভাংচুর করে ২/৩ লক্ষ টাকার মালামাল ক্ষতিসাধন করে। বিবাদীরা আমার নিকট থাকা ব্যবসায়ের নগদ-৫ লাখ টাকা এবং একটি মোবাইল সেট যার মূল্য অনুমান-১৯৫০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগে আরো উল্লেখ করা হয় ৬ নং বিবাদী রশিদ মেম্বার আওয়ামী লীগ কর্মী। র্যাব কিছুদিন পূর্বে রশিদ মেম্বারকে হত্যা মামলায় গ্রেফতার করার পর বিবাদীর গ্রেফতারকৃত ছবি আমাদের অফিসের দেওয়ালে লাগাইয়া দেয়। এতে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করে বলে জানান বাদী মাসুদ শেখ।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মাসুদ শেখ।