ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আকবর আলী সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ দিদারুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ মোশারফ হোসেন,৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাশেম ঢালী, মোঃ সোহরাব হোসেন, কৃষক দল নেতা মোহাম্মদ হালিম মাতবর, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ আবুল বাদশা মিয়া,সহকারী শিক্ষক জেসমিন আরা জুই, অনুকুল চন্দ্র রায়, সানজিদা সুলতানা, শামসুল হক, শাহনাজ পারভীন, ডাক্তার এম এ কাদের, বিল্লাল হোসেন, নাসরিন সুলতানা, মোহাম্মদ আবুল বাদশা মিয়া, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, মুক্তার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সোহেল মোল্লা, যুবদলের মোহাম্মদ রাসেল আহমেদ, আল আমিন গাজী, জেসমিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথি মোঃ আলী আকবর সুমন বলেন,আগামীতে বিএনপি সরকারে ক্ষমতায় এলে স্কুলের সবধরনের উন্নয়ন করা হবে। এছাড়াও আমার পক্ষ থেকে স্কুলের ও শিক্ষার্থীদের মানসিক,শারিরীক বিকাশ ও উন্নয়নে সবধরনের সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন,আমি স্কুলের এমপিও ভূক্ত করতে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছি। সাবেক এমপি সিরাজ সাহেবকে বলে তা করিয়েছি। এছাড়াও এলাকার বিভিন্ন মসজিদ, রাস্তাঘাটের উন্নয়নমুলক কাজ এনে দিয়েছি। আগামীতে উক্ত স্কুলের যে কোন উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।