ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার বক্তাবলীর আকবরনগরের মুর্তিমান আতংক হাজি সামেদ আলী ও তার ছেলে গনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ( ৬ জুলাই ) দুপুরে ভুইগর এলাকা থেকে এসআই আনোয়ার হোসেন ও এএসআই হাবিবুর রহমান হাবিব সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করে।
দূর্ধর্ষ এ আতংক হাজি সামেদ আলী ও তার ছেলে গনিকে গ্রেফতারের বিষয়টি রিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.আনোয়ার হোসেন বলেন,প্রায় ১২টি মামলার আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
এএসআই হাবিব জানান, আটকের পর গনিকে থানায় নেয়া হয়েছে এবং সামেদ আলী অসুস্থবোধ করলে তাকে খানপুর তিনশ শষ্যা হাসপাতালে নেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য।