ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রাম হতে চিহ্নিত প্রতারক লোকমান হোসেন সানি ও তার স্ত্রী মোঃ তানিয়া সুলতানা প্রায় চার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মমতাজ বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিতে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যবসার কথা বলে চরবয়রাগাদী এলাকার মোঃ সুলতান সরকারের পুত্র মোহাম্মদ লোকমান হোসেন সানি ও তার স্ত্রী মোছাম্মৎ তানিয়া সুলতানা বিভিন্ন লোককে ব্যবসা হতে লাভের একটি অংশ দেওয়ার কথা বলে প্রায় তিন থেকে চার কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে।
এনিয়ে এলাকায় কয়েক দফা সালিশ বসলেও টাকা দেওয়ার তারিখ নিয়ম সময় মত টাকা পরিশোধ করেনি।
তথ্যানুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের কাছ থেকে ৩৮ লাখ ২০ হাজার টাকা, রানী বেগমের নিকট থেকে ১১ লক্ষ টাকা, রুবি বেগমের নিকট থেকে ৬ লক্ষ টাকা, ফিরোজা বেগমের নিকট থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা, লাকি আক্তার এর নিকট হতে ২৫ লক্ষ টাকা,সুবর্না আক্তার নিকট হতে ৭ লক্ষ টাকা, রহিমা আক্তারের নিকট থেকে ৬৪ লাখ টাকা সহ আরো কয়েকজনের কাছ থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতে নিয়ে লাপাত্তা হয়েছেন।
এ ব্যাপারে মমতাজ বেগম লোকমান হোসেন সানি,তার স্ত্রী তানিয়া সুলতানা, নুর জামালের পুত্র রোমান ও রাজন,মৃত শিরি মিয়ার পুত্র শাহজাহান,মৃত মোহাম্মদ আলীর পুত্র নুরজামাল, সোলেমান মিয়ার পুত্র সুজন,লোকমানের কন্যা সখি, মনির হোসেন,মনির হোসেনের পুত্র আমির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
মমতাজ বেগম সহ ভুক্তভোগীরা বলেন,প্রতারক লোকমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা টাকা যেন না দিতে হয় উল্টো আমাদের বিরুদ্ধে ১০৭ ধারায় কোর্টে মামলা দায়ের করেছে।
অতি দ্রুত প্রতারক লোকমান হোসেন সানি ও তার স্ত্রী তানিয়া সুলতানা কে আটক করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।