ষ্টাফ রিপোর্টার:
৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজ সেবা সংস্থার পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর নিকট। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগদ অর্থ প্রদান করা হয়।
৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এ আক্তারুজ্জামান আক্তারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা এ অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ হাসান, উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক কাওছারর ইমাম, প্রচার সম্পাদক এম এ হারুনুর রশিদ প্রমুখ।
জেলা প্রশাসক মাহমুদুল হক ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবার সংস্থার নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ক্রান্তি লগ্নে বন্যার্তদের জন্য আপনারা এগিয়ে আসায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ ধারা ভবিষ্যতে ও অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।