ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ সদরের ইসদাইরে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতায় ও জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে বরাদ্দকৃত ৪০ টি কম্বল দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় সংগঠনের মহাসচিব মোঃইউসুফ আলী হাওলাদারের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি ভার্চুয়ালে থেকে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আয়শা হোসাইন।
বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার সাধারণ সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা বেগম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ তিতুমীর , ফারুক হোসেন, সাধারণ সদস্য হালিমা বেগম, আজিম উদ্দিন, সোবহান, সুমন মিয়া, ইব্রাহিম মাঝি , মহাসচিবের সহধর্মিণী রেনু বেগম, নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না ও মারিয়া প্রমূখ।