স্টাফ রির্পোটার
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে গিয়াস উদ্দিনের জনসভায় যোগদান করেছে নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় ফতুল্লার নয়ামাটি- লামাপাড়া এলাকা হতে শতাধিক নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের জনসভায় যোগদান করে।
কুতুবপুর ইউনিয়ন বিএনপি ভূইঘরে জনসভার আয়োজন করে।
জনসভায় যোগদানের পূর্বে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার, জননেতা, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিনের সুযোগ্য নেতৃত্বে আমরা বিএনপি নেতা কর্মীরা একতাবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তারই নির্দেশে আজকে জনসভায় আমরা যোগদান করবো। আমাদের খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী লোক আমাদের মাঝে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করতে পারে। যদি এরকম কেউ করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
পরে শান্তিপূর্ণ উপায়ে বৃষ্টি উপেক্ষা করে গিয়াস উদ্দিনের জনসভায় নেতাকর্মী নিয়ে যোগদান করেন তোফাজ্জল হোসেন।