ষ্টাফ রিপোর্টার:
জুলাই- আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাধারন মানুষের উপর হামলা ও গুলিবর্ষনের দায়ের ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলায় ফতুল্লার পুর্ব গোপালনগর এলাকার মৃত.সেকান্দারের ছেলে মো.ইসমাইল শেখকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। সোমবার ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.মিজানুর রহমান ২ সঙ্গীয় ফোর্স ইসমাইলকে গ্রেফতার করেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী ২৯ আগষ্ট মুসলিমনগর হাবুল্লাহ ব্রিজ সংলগ্ন মো.সুলতান খানের ছেলে মো.রহমান ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নং ৩৫/৪৫২ ( তাং ২৯/৮/২৪ইং )। গ্রেফতারকৃত ইসমাইল উক্ত মামলার এজানামীয় ৩৫ নং আসামী।
এ মামলায় প্রধান আসামী হলেন পশ্চিম ধর্মগঞ্জ এলাকার আফতাব মুন্সির ছেলে মো.জামান। এছাড়াও এ মামলায় পঞ্চবটী গফুর মার্কেটের মালিকের ছেলে মাসুম ওরফে ওলা মাসুদও আসামীর তালিকায় রয়েছেন।