ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক জিয়াউল ইসলাম সুমন বলেছেন,ভূমিহীনদের কল্যানে গত ২৬ ফেব্রুয়ারী ডিসি বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেছিলাম।
শনিবার (১৬ মার্চ) ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করলে তিনি ৬ দফা দাবীর মধ্যে ৪নং দাবী জেলার সকল অসহায় ছিন্নমূল গরীব মানুষের জন্য টিসিবির কার্ড বরাদ্ধ প্রদানের আশ্বাস দিয়েছেন।
ছিন্নমূল ভূমিহীনদের দাবী আমাদের টিসিবির ডিলার দেয়া হলে অন্তত মাসে কিছু সুবিধা হতো। আমরা চেয়ারম্যান ও মেম্বারদের কাছে গেলে বাড়িঘর না থাকায় টিসিবির কার্ড দেয়া হয়না।
ভূমিহীন আন্দোলনের সভাপতি জিয়াউল ইসলাম সুমন বলেন,ভূমিদস্যদের কাছ থেকে দখলীকৃত খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সারা দেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
শেখ হাসিনা সরকারের সময় দূর্নীতির সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী ও ভূমিদস্যু দ্বারা হামলা মামলা, নির্যাতন সহ অত্যাচারের মুখোমুখি হয়েছে।
৫ই আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় সারা দেশে লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলায় ছিন্নমূল মানুষের বসবাসের সুবিধার্থে অতি দ্রুত ভূমিদস্যুদের কাছ থেকে জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরন করে দিতে হবে। নারায়ণগঞ্জ জেলার সম্পদ নারায়ণগঞ্জ জেলায় বিনিয়োগ করতে হবে। সরকারে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার করতে হবে। সংবিধান সংস্কার ও জাতির সংসদ নির্বাচন একসাথে করতে হবে বলে দাবী জানান।