স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম পান্নু মোল্লা বলেছেন, ১৬-১৭ বছর বিএনপি নেতা কর্মীরা গুম,খুন নির্যাতন সত্বেও রাজনৈতিক কর্মসূচি পালন করে গেছে।
এলাকার উন্নয়নে আমি কাজ করে গেছি আগামীতেও কাজ করে যাবো।
মাদক কে না বলতে হবে। যে সন্তান মাদক ও সন্ত্রাসী কাজে জড়িত তারা নিজ দায়িত্বে সে কাজ থেকে সরে যাবে। নইলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
ফ্যসিস্ট শেখ হাসিনা সরকার বিএনপি’র উপর যে নির্যাতন করে সব সেক্টর ধ্বংস করে গেছে। দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে। মানুষের মাঝে সেটা তুলে ধরবেন।
আমি সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি পছন্দ করি না। মানুষ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে ভারতে বসে শেখ হাসিনা হুমকি দেয় টুস করে বাংলাদেশে চলে আসবে।
আমরা চাই আপনি দেশে আসুন আমরা এই দেশে আমরা আপনার গনহত্যার বিচার করবো।
যে কোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।
পূর্ব নন্দলালপুর ডেউয়াতলা যুব সমাজ সাইফুল এন্টারপ্রাইজ ও এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বুধবার (২৫ মার্চ) বিকালে পূর্বনন্দলালপুর ডেউয়াতলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ফতুল্লা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন লাভলু,সাবেক যুগ্ম আহবায়ক রাশেদ মিল্কি, ফতুল্লা থানা বিএনপি নেতা বোরহান উদ্দিন বেপারী,এনামুল হক মামুন, আব্বাস উদ্দিন বাবুল,বখতিয়ার সোহাগ,, পিয়ার আলী, ছাত্রদল নেতা মোস্তাকিম, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ কামাল হোসেন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দল নেতা জয়নাল আবেদিন রানা, বিএনপি নেতা মোঃ শাহ আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী নাজমুল,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহবুবুর রহমান,নাজমুল,সাইফুল,সোহাগ ছৈয়াল,মাছুম,শামীম প্রমুখ।