ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিলের নামে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিশৃঙ্খলা ও আদালতের কার্যক্রম বিঘ্ন ঘটাতে না পারে তারজন্য আদালতপাড়ায় সরব ভূমিকায় ছিলেন আওয়ামী আইনজীবিপন্থিরা ।
৩১ই জুলাই বুধবার দুপুরে আদালতপাড়ায় দেখা যায় এ চিত্র।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা সারাদেশের বিভিন্ন জেলার আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিলের নামে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আদালত প্রাঙ্গণে যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে তারজন্য নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি এড.মহসিন মিয়ার নেতৃত্বে শান্তি মিছিল করে আওয়ামী আইনজীবিপন্থিরা।
আওয়ামী আইনজীবিপন্থিদের শান্তি মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন এড.খোকন সাহা,এড.বিদ্যুৎ কুমার,এড.মমিন খান, এড.রবিউল আমিন রনি প্রমূখ।