ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের পরিচিতি সভা উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার ৯ মার্চ বাদ আসর মিফতাহুল মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মো.জিলানী ফকিরের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি হাজী মো.জাহাঙ্গীর প্রধানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারন সম্পাদক হাজী মো.আক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. আরিফ,পরিচালক মুফতি কাউসার আহম্মেদ কাশেমী,উপদেষ্টা মো.হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন,খন্দকার মো. আওলাদ হোসেন,বিএনপি নেতা ও সংগঠক আলহাজ আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা।
এ সময় সদস্যদের পরিচিতি পর্ব শেষে হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের সভাপতি হাজী মো.জাহাঙ্গীর প্রধান বলেন, এটা একটি সেবামুলক সংগঠন। অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করাটাই আমাদের মুল লক্ষ্য। বিভিন্ন সামাজিক কাজগুলো আমরা এ সংগঠনের পক্ষে করে যাবো। আমরা সাধারন মানুষের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। আশাকরি সাধারন মানুষের দোয়া এবং সহযোগিতা হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো বেগবান ও শক্তিশালী করে তুলবে।