ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার ফারিয়া নিট কম্পোজিট এর সামনে থেকে চুরি হওয়া ৪ মাস বয়সী শিশু তিসাকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার ১৪ মে বিকেলে ইসদাইর এলাকার মান্নানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকের চুরির দায়ে মাহমুদা ও তার স্বামী মো.আসাদুলকে পুলিশ আটক করে।
এর আগে গত বৃহস্পতিবার ৮ মে সকাল সাড়ে ১০টায় শিশু তিশাকে নিয়ে উধাও হয়ে যাওয়ার ঘটনায় শিশুটির পিতা বাড়ৈভোগ কালু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবু মিয়ার ছেলে মো.মোনারুল হক ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইয়াসিন আরাফাত বলেন,শিশুটি চুরি হওয়ার পর থেকে ওকে খুজতে নিরলসভাবে প্রচেষ্টার ফলে অদ্য বুধবার বিকেলে র্যাবের সহযোগিতায় ইসদাইর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করি এবং মাহমুদা ও তার স্বামী আটক করি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল বলেন,মুলত মাহমুদা ( অভিযুক্ত ) তার বিয়ের পর থেকে কোন হচ্ছিল না। যদিও একবার তার গর্ভে সন্তান আসলেও তা নষ্ট হয়ে যায়।এ নিয়ে শশুরবাড়িতে প্রচুর চাপের মুখে ছিলো মাহমুদা। হয়তবা নিজের সংসার বাচাঁতে গিয়েই এরুপ অপরাধ করেছে সে।
উল্লেখ্য যে,মোনারুল ও মোসাঃ তহসিনা আক্তার দম্পতির দুই মেয়ে। তহসিনা ফারিয়া নিট কম্পোজিট এ কাজ করেন। তাদের দুইটি মেয়ে সন্তান মরিয়ম (১০) বছর এবং মাসকুরা বিন তিশা ৪ মাস বয়সী। আমার স্ত্রী তার কর্মস্থল হতে প্রতিদিন সকাল অনুমান ১০.৪০ ঘটিকার সময় আমাদের চার মাসের মেয়ে সন্তানকে দুধ খাওয়ানোর সময় দেয় এবং আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে আমার স্ত্রীর কর্মস্থলে নিয়া দুধ খাওয়াইয়া বাসায় নিয়া আসে। প্রতিদিনে ন্যায় বৃহস্পতিবার ৮ মে সকাল অনুমান সাড়ে ১০টায় আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে কোলে করে আমার স্ত্রীর কর্মস্থলে যাওয়ার পথে ফারিয়া গার্মেন্টস এর সামনে বটতলা মসজিদের সামনে থেকে আটককৃত মাহমুদা মোনারুলের বড় মেয়ে মরিয়মের কোল হইতে আমার ছোট মেয়ে তিশা (৪ মাস ) কৌশল অবলম্বন করিয়া নিয়া দৌড়ে পালিয়ে যায়।