ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তির মহড়ায় যোগদান করেছেন মোশাররফ হোসেন।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০ জেলা কারাগারের সামনে বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন অবস্থান ড়গগ্রহন করেন।
এক প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন বলেন,পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘ ২২ বছর পরিবার পরিজন ছাড়া জীবন যাপন করেছেন। নারায়ণগঞ্জ বাসীকে সেবা দিতে না পারে পতিত গডফাদার শামীম ওসমান ও আওয়ামী লীগ দোসর তৈমুর আলম খন্দকারের ষড়যন্ত্র করে সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলবন্দী করে রেখেছিল।
আজ তার মুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ বাসী একজন অভিবাবককে ফিরে পেল। আমি তার সুস্থতা কামনা করছি।