স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েত নগরের বিসিক এলাকায় যুবলীগ ক্যাডার শামীম তালুকদার কর্তৃক দখলে রাখা মার্কেট নিজেদের জিম্মায় নিলেন সানি মোল্লা গং।
বুধবার (১২ই মার্চ) দুপুর বারোটার সময় নিজেদের মার্কেট বুঝে নেন সানি মোল্লারা।
জানা যায়, প্রায় ১২ বছর আগে স্থানীয় যুবলীগ ক্যাডার শামীম তালুকদার দুর্ধর্ষ সন্ত্রাসী আজমির ওসমানের ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করে নেয় দীর্ঘ ১২ বছর আগে। সেই সাথে প্রতি মাসে ২ লাখ টাকা করে ভাড়া আদায় করলেও কারেন্ট বিল পরিশোধ করতে হয়েছে সানি মোল্লাদের।
এ নিয়ে চার দফায় বিচার সালিশ বসলেও শামীম তালুকদার প্রভাব বিস্তার করে কোন বিচারই মানেনি। ফলে বাধ্য হয়ে অদ্য বুধবার সানি মোল্লারা পুলিশের উপস্থিতিতে নিজেদের মার্কেট নিজেরা বুঝে নেয়।
এ সময় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পুলিশের দক্ষতায় তা বেশি দূর আগাতে পারেনি।
মার্কেট মালিক সানি মোল্লা বলেন, এর প্রকৃত মালিক হচ্ছে রহিম মোল্লাও করিম মোল্লা দুই ভাই। আমরা তাদের ওয়ারিশ সূত্রে জমির মালিকানা হই। কিন্তু শামীম তালুকদার আজমির ওসমান ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর প্রভাব দেখিয়ে মার্কেট টি দখল করে নেয়।
গত বারো বছর দখল করে প্রতি মাসে ২ লাখ টাকা করে ভাড়া আদায় করে নিতো।
আমরা বিএনপি করার কারণে আমাদের নানান ধরনের হায়রানি করেছিল শামীম তালুকদার।
এতদিন মার্কেটে আসতে না পারলেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আজকে আমরা আমাদের মার্কেট বুঝে নিলাম।
এ সময় উপস্থিত ছিলেন সজল মোল্লা, কামাল মোল্লা, উজ্জ্বল মোল্লা, শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।