ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা রাইজিং ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট ২০২৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ফতুল্লা রাইজিং ক্লাবের উদ্যোগে এ শর্ট বাউন্ডারি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যূগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, যুবসমাজের উন্নয়নে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে। তরুণ সমাজকে মাদক এবং অন্য ক্ষতিকর দ্রব্য থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই।পৃথিবীর উন্নত দেশগুলো কিন্তু খেলাধুলায়ও উন্নত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক।
নাজমুল হাসান বাবু বলেন, যেখানে যেখানে মাদকের স্পট থাকবে সেখানে সেখানে খেলাধুলা এবং সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে।এ খেলার মাধ্যমে পাড়ায় পাড়ায় উৎসব ছড়িয়ে পড়েছে। যে দিন যে ওয়ার্ডের খেলা থাকে, সেই ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ নাছির মাতবর , ফতুল্লা ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: সোহেল আহমেদ, মো: সুমন মাদবর, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ইমন, ফতুল্লা থানা তাতী দলের সদস্য সচিব মোঃ অরুন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ লাল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ এহসান আহমেদ, ফতুল্লা প্লাটফ্রম জামে মসজিদের সভাপতি মোঃ সুমন মিয়াজী ।
খেলার আয়োজক কমিটি হলেন রফিকুল ইসলাম আাপেল,উজ্জ্বল, লেলিন আহম্মেদ, ফারুক, আল আমিন,সজিব,ফয়সাল,মাসুম,সোহেল,শামীম,আবু জাফর সাগর,শাহদাৎ,রিফাত,পারভেজ, সুজন,রানা,রনি,জুয়েল প্রমুখ। এ ছাড়াও আরো উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ও ফতুল্লা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।