ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
বুধবার ( ১৬ই এপ্রিল) ইউনিয়ন পরিষদের হলরুমে দুপুর ১টায় বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি বক্তাবলী শাখার সভাপতি হাজ্বী সলিমউল্লাহ এর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বক্তাবলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মনির হোসেন।
এ উপস্থিত ছিলেন ছিলেন সমিতির সহ সভাপতি হাজ্বী আব্দুল লতিফ,অর্থ সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোস্তাক আহমেদ, মোহাম্মদ বদরুল আলম, হাজী আব্দুল মতিন, মোহাম্মদ আলী মেম্বার, মোঃ ওসমান গনি, হাজী আব্দুল হাই, মোঃ রিপন,হাজ্বী তাইজুদ্দিন বেপারী, মোহাম্মদ মোখলেছ, মোহাম্মদ ওমর আলী, মোহাম্মদ তৈয়ব আলী, মঞ্জিল হাসান প্রমুখ।
বক্তারা রশিদ আহম্মেদ চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করে বলেন,দীর্ঘদিন পর হলেও বক্তাবলী ইউনিয়ন বাসী একজন ব্যক্তি যোগ্য ব্যক্তিকে পেয়েছে। ৫ আগষ্টের পর জন্ম সনদ,মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ,নাগরিক সনদ সহ বিভিন্ন কাগজপত্রের জন্য হয়রানি হতে হচ্ছে। রশিদ আহম্মেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ায় পর হয়রানি বন্ধ হয়ে গেছে।নাগরিক সেবার উন্নত হয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় কাগজ পত্র প্রতিদিন পেয়ে যাচ্ছে। এলাকাবাসী অনেক সন্তুষ্ট।
আমাদের ইট ভাটা মালিক হতে চেয়ারম্যান পেয়ে আমরা গর্ববোধ করছি। গত চেয়ারম্যানের আমলে ইটভাটা মালিকরা ব্যপক হয়রানি হয়েছিল। আমাদের যেন এরকম সমস্যায় না পড়তে হয়। সে দিকে খেয়াল রাখতে আহবান জানান।
ঋারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদ বলেন,আপনারা যে ভালবাসা দিলেন আমি এ ঋন কোনদিন শোধ করতে পারবোনা। তবে আপনাদের যে কোন প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে দিব। উন্নত নাগরিক সেবা প্রদান করাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।