স্টাফ রিপোর্টার ( ) রুপায়ন টাউনের কর্মকর্তাকে জীবননাশের হুমকি দিলেন স্বৈরাচার আওয়ামী লীগের ক্যাডার নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন
গত বৃহস্পতিবার (১৫ মে) বিকালে রুপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড হেড অফিসের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান কর্মকর্তা প্রকৌশল মো. কামাল হোসেনের হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে আওয়ামী লীগের ক্যাডার সাবেক ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন লিখেন, “কামাল তুই রপায়নে আয় তর চোখে মুখে পাগলা মলম লাগায় দিমু আর তর বডিটা ছিদ্র কইরা দিমু”। এধরনের ম্যাসেজ এর একটি স্ক্যানশট সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টালের কর্তৃপক্ষের কাছে এ পৌঁছে।
এই হুমকির বিষয়ে কথা হলে রুপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অফিসের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান কর্মকর্তা প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগ রুপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নতুন একটি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা করে যাতে রুপায়ণ প্রজেক্টে বসবাসরত সম্মানিত মালিকগণ ও তাদের প্রতিনিধিগণ শান্তি-শৃংখলা ও নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। মূলত এই ডিপার্টমেন্ট একটি মিল বন্ধন সেতু হিসেবে কোম্পানি ও ক্রেতাগণের মধ্যে অবস্থান করে। কোন তৃতীয় পক্ষ বা সুবিধাবাদি কেউ যেন এই সম্পর্কের মধ্যে অদৃশ্য দেয়াল তুলতে না পারে। ক্রেতাদের সুবিধা-অসুবিধা দেখভাল করে ও তাদের জন্য নানা রকম ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকে, যার ফলে সম্মানিত ক্রেতাগণ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। কিন্তু তৃতীয় পক্ষ এটি হতে দিতে চাই না। বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে কোম্পানি ও সম্মানিত মালিকগণের মধ্যে বিদ্বেষী মনোভাব তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। তাই হয়তো “বডি ফুটা করে দিবো” এই ধরনের জীবননাশের হুমকি দিয়েছে। আমরা আইনের সহায়তা নিচ্ছি, ইতিমধ্যেই সিমের অবস্থান, যোগাযোগকারি ব্যাক্তির তথ্যা, সিমের মালিকের তথ্য উদঘাটন করেছি, খুব শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করবো। এই ধরনের হুমকিদাতাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, সে যত বড় সন্ত্রাসী হোক।
উল্লেখ্য, নাজিমুদ্দিন নারায়ণগঞ্জ ওসমানী পরিবারের অন্যতম সন্ত্রাসী সে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পক্ষ নিয়ে আন্দোলনে বেপকভাবে বাঁধা সৃষ্টি করেছে। তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী মামলা রয়েছে প্রায় এক ডজনের উপরে। এখনো সে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।