স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কৃতি সন্তান, শিক্ষানুরাগী,বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আল আমিন ইকবালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮ টায় লন্ডনের সাউথ হল শহরের শাহী হাওয়াই রেস্টুরেন্টে মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আল আমিন ইকবাল কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাসেল মঞ্জিল হোসেন, ব্যারিষ্টার রাফিউল বারকাত, আলমগীর নুরুল ইসলাম, বাবুল সরকার, মোহাম্মদ দাইম উদ্দিন, মোহাম্মদ রিপন, রাবেয়া নজরুল সহ লন্ডনে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানিয়ে বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আল আমিন ইকবাল বলেন, আজ আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে আবদ্ধ করে দিয়েছেন আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
এমন কি যতদিন বেঁচে থাকি আমি যেন অসহায় মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন।