স্টাফ রিপোর্টার
সিএনএন বাংলা টিভি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মোঃ শেখ কাওসার ও তার পুত্রের উপর সন্ত্রাসী হামলা হয় ও তার স্ত্রীর সাথে শ্লীতাহানির ঘটনা ঘটে।
(২৩ জুলাই) মঙ্গলবার বিকেল পাঁচ টার দিকে পশ্চিম লামাপাড়া অটো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। কথিত ছাত্রলীগ পরিচয় নামধারী মাহাবুব আলম সুমন (৩০) ও কিছু বিএনপির জামাতের সাঙ্গপাঙ্গ নিয়ে সাংবাদিক শেখ কাওসার ও তার চৌদ্দ মাসের ছেলে ও স্ত্রী উপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে।
কথিত ছাত্রলীগ নামধারী মাহাবুব আলম সুমন,তার আরো দুই সহযোগীর নাম পরিচয় জানা গেছে। তারা হলেন আবির(২৩), সাব্বির(২৫) পূর্ব লামাপাড়া কুতুবপুর স্কুল সংলগ্ন এলাকায় থাকে।
সাংবাদিক শেখ কাওসার , আমি সারা দিন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার চিত্র নিউজ কাভারেজ করে অফিস থেকে বাসায় যাওয়ার সময় এই সন্ত্রাসী হামলা হয়। আমি প্রতিদিনের মত আমার স্ত্রীকে কোচিং থেকে নিয়ে যাই সে জেলা পরিষদ বিপরীত পাশে কোচিং করে।আমি জেলা পরিষদ শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া হয়ে আমি আমার স্ত্রী সন্তান কে নিয়ে বাসায় উদ্দেশ্যে যাওয়ার সময় (২৩ তারিখ মঙ্গলবার) আনুমানিক পাঁচ টার দিকে সন্ত্রাসী মাহাবুব আলম সুমন ও তার সহযোগী সন্ত্রাসী সাব্বির ও আবির, আরো অনেকে ছিলেন। তাদেরকে সাথে নিয়ে এই সন্ত্রাসী হামলা করে । পশ্চিম লামাপাড়া অটো স্ট্যান্ডে আসলে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমার ও আমার সন্তান ও স্ত্রীর উপর রড, স্ট্যাম্প,দেশীয় অস্ত্র শাস্ত্র নিয়ে কিল, ঘুষি, লাথি মেরে আমাদের উপর হামলা করলে আমরা আহত হই । আমি তাকে বলি আমার একটি চৌদ্দ মাসের বাচ্চা আছে তার শরীরে আঘাত লাগবে।নিষ্ঠুর পাষান আমার কথা না শুনে আমার চৌদ্দ মাসের ছেলের উপর ও সে আঘাত করে।এক পর্যায়ে সে আরো উগ্র মেজাজি হয়ে উঠে। সে কথা না শুনে আমাদের উপর আরো বেশি হামলা করে।কথিত ছাত্রলীগ নামধারী মাহাবুব আলম সুমন মৃত মোহাম্মদ আলীর পুত্র (২২ এ জুলাই) সোমবার আমার বাবার একটি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে পশ্চিম লামাপাড়াতে। আমি খাবার পানি আনতে গেলে মাহাবুব আলম সুমন আমার স্ত্রীকে সোমবার সন্ধ্যার পর আমার বাবার দোকানের সামনে একা পেয়ে তখন আমার স্ত্রীকে ইভটিজিং করলে তখন আমি প্রতিবাদ করি। পরের দিন আমার উপরে এই সন্ত্রাসীরা হামলা করে। এই হামলার ঘটনায় আমি ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করে আসি।
এবিষয়ে ফতুল্লা থানার ইনচার্জ নুরে আজম বলেন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবো।