জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরী বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্রশাসক হওয়া সত্বেও এবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়নি।সারাদিন পরিষদ কার্যালয় ছিল তালাবদ্ধ।
এ নিয়ে স্থানীয় রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম শওকত আলী চেয়ারম্যান থাকা অবস্থায় প্রতিবছরে রাষ্ট্রীয়, স্থানীয় এবং দলীয় সবগুলো কর্মসূচি ইউনিয়ন পরিষদে পালন করতেন।
তিনি না আসতে পারলেও ইউপি মেম্বার, সচিব ও সহকারীদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করাতেন। এবারে ব্যাতিক্রম হল নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিক জাফর চৌধুরী ইউনিয়ন পরিষদের প্রশাসক নিযুক্ত হবার পর মাত্র একদিন ইউনিয়ন পরিষদে এসেছিলেন।
এরপর তিনি একদিনের জন্য পরিষদে আসেননি। তিনি সরকারের দায়িত্বশীল পদের থেকেও সরকারের নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের কোন ব্যবস্থা নেননি।
এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সহকারী সচিব নূর মোহাম্মদ টিটু মুঠোফোনে জানান, আমি বলেছিলাম একটি ফুলের তোড়া এনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু ইউপি সচিব সহ উপর মহল থেকে এ ধরনের কোন সাড়া পাইনি।