জাগো নারায়ণগঞ্জ:
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফয়সাল আহমেদের পিতা জামাল উদ্দিনের চার কুলখানি অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ মে) বাদ যোহর শেহাচর তক্কারমাঠ এলাকার জামাল সুপার মার্কেটের মালিক প্রয়াত জামালউদ্দিনের নিজ বাসভবনে মিলাদ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জামালউদ্দিন কুলখানিতে তার পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঢাকার এশটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামালউদ্দিন ইন্তেকাল করেন। এরপর সকাল সাড়ে ৮টায় মরহুমের নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। মরহুম জামালউদ্দিন স্ত্রী,তিন ছেলে এবং এক মেয়ে,নাতী-নাতিনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।