জাগো নারায়ণগঞ্জ:
ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির রিপোর্টার মো.বদিউজ্জামান ইন্তেকাল করিয়াছেন ( ইন্না….. রাজিউন )। সোমবার ৩রা জুন ভোর ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ফতুল্লা মডেল মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম.রফিকুল্লাহ রিপন ও সাধারন সম্পাদক এ এস মনিকা বলেন,বদিউজ্জামানের অকাল মৃত্যুতে আমরা একজন সহকর্মীকে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফেলাত কামনা করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য যে, বাদ যোহর পুর্ব লালপুরস্থ এলাকায় ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বিজয় টিভির রিপোর্টার মো.বদিউজ্জামান এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।