ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজেদুল ইসলাম সেলিম বলেছেন, আজকের এই দিনে আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা পেয়েছি, আজকের এই বিজয় দিনে দেশের জন্য জীবন দানকারী সে সব বীর সেনাদের আত্মার মাগফেরাত কামনা করছি, যারা আমাদের মাঝে আছে জাতির শ্রেষ্ট সন্তানদের সু- স্বাস্থ কামনা করছি। লাখো শহিদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, তাই দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
১৬ ডিসেম্বর সোমবার সকালে ফতুল্লা ডি আই টি মাঠে মহান বিজয় উপলক্ষে ফতুল্লা থানা বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত বিশাল বিজয় র্যালী পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় তিনি আরো বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে শকুনের দৃষ্টি যেন আমাদের মানচিত্রের উপর না পরে, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত বিশাল র্যালিটি ফতুল্লা ডিআইটি মাঠ থেকে শুরু করে পঞ্চবটী এসে শেষ হয়।