বন্দর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু বলেন, তারেক রহমানের নির্দেশে ৫ আগস্ট ছাত্র ও জনতার গনঅভ্যুত্থানে মাধ্যমে ফেসিস্ট সরকারের পতন ঘটে। আমাদের অভিভাবক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নের ঘোষনা দেন। এ সরকারের কাছে আমাদের দাবি অনতিবিলম্ব ৩১ দফা বাস্তবায়ন চাই।
তিনি আরো বলেন,আ’লীগের অপকর্ম কারনে ছাত্র জনতা লাল কার্ড দিয়ে তাদেরকে বিতারিত করেছে। যারা শহীদ জিয়ার আদর্শ নিয়ে যারা বিএনপি করে তারা কখনো চাঁদাবাজী লুটতারাজ করবে না। চাঁদাবাজ ও লুটপাটকারিদের বিএনপিতে কোন স্থান দেওয়া হবে না।
কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সাইদুল ইসলাম শুভ সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব মাজহারুল ইসলাম হিরন ভূইয়া, বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ হারুন অর রশীদ লিটন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহাদুল্লাহ মুকুল ও একই কমিটির সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা পারভেজ খাঁন, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়া ও যুবদল নেতা দিমান ও ফারুক প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন শামসুজ্জোহা স্বপন, সজিব, দেলোয়ার, সোলাইমান, মুক্তার, আলম, মো: আলী, ইউসুফ ও তানভীর আহমেদ প্রমুখ।