বন্দর প্রতিনিধি // জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবত চলমান বিরোধ নিস্পতির জন্য বিঙ্গ আদালত উক্ত জায়গায় সকল ধরনের কাজ করতে নিষেধাজ্ঞা জারি করে। সম্পত্তির মালিকানা দাবী করে নাসিক ২৩ নং ওর্য়াডস্থ বাগবাড়ি এলাকার মৃত আহসানউল্লাহ ছেলে মোঃ অভি হোসেন মামলা দায়ের করেন। আদালতে পিটিশন মামলা নং ১৩৩/ ২০২৫, ধারা ফৌ:কা: বি: ১৪৫৷
প্রতিবেশী মতিউর রহমানের ছেলে হামিদ, আফসানা, সুমন, মিম ও মাহিনসহ ৮/১০ জোর পূর্বক ভাবে দখল করতে যায়। সবকিছুর কাজ চলমান আইনকে অমান্য করে সমস্ত কাজ করিতেছে তিন ও চার নং বিবাদী মিম ও মাহিন। শুক্রবারও তারা কাজ করিতে গেলে বাধা দিলে পুনরায় প্রান নাশের হুমকি দেয় বলে অভি হোসেন জানান।
সর্ব সাধারণের জন্য আদালতের নোটিশ
এতদ্বারা আপনাদের উভয় পক্ষকে এই মর্মে নোটিশ প্রদান করা যাচ্ছে যে, সূত্রে বর্ণিত পিটিশন মামলাটি ১ম পক্ষ বিজ্ঞ আদালতে দায়ের করিলে নিম্ন তফসিলভূক্ত সম্পত্তিতে ২য় পক্ষগন কর্তৃক শান্তি ভঙ্গের আশঙ্কা সহ জোর করিয়া ভূমি দখলের চেষ্টা বিদ্যমান বিধায় বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন। উক্ত আদেশের প্রেক্ষিতে আপনারা উভয় পক্ষ নালিশী ভূমিতে শান্তি-শংখলা বজায় রাখবেন এবং স্ব-স্ব অবস্থানে থাকবেন এবং উক্ত ভূমির কোন প্রকার পরিবর্তন বা পরিবর্ধন ও কোন প্রকার ঘরবাড়ী উত্তোলন বা নির্মান অথবা মাটি ভারাট করিয়া কোন ক্রমেই উক্ত নালিশী সম্পত্তিতে গিয়া শান্তি ভঙ্গ বা আইন-শৃংখলার অবনতি ঘটাবেন না। আপনারা উভয় পক্ষ ভূমিতে শান্তি-শৃংখলা বজায় রাখিয়। উক্ত ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জ ইং ১৫/০৪/২০২৫ তারিখ হাজির হয়ে জমি জমার বিরোধ নিষ্পত্তি করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। অন্যথায় জোর করিয়া কোন পক্ষ নালিশী ভূমিতে গিয়া কোন প্রকার কাজ করিলে আইন অমান্যকারী হিসাবে বিবেচিত হইবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তফসীলঃ জেলা-সাবেক ঢাকা, হালে নারায়ণগঞ্জ থানা ও সাব রেজিষ্ট্রি অফিস বন্দর অধীন নবীগঞ্জ মৌজাস্থিত ম খন্ড, সেঃ মেঃ ২৪৬, এস এ-৪২, আর এস-৩৬, খতিয়ান নং-এস এ-৩৭৯, আর এস-৩২০, সি এস-২২৩, খতিয়ানভূক্ত। দাগ নং-এস এ-৫৯৩, আর এস-১৪৯৪, সি এস-৪৫৩, নাল, হালে বাড়ী, ১ ষোল আনা ১৬.২৫ শতাংশের কাতে ২ শাতাংশ। যাহার চৌহদ্দিঃ উত্তরেঃ-জামান গং, দক্ষিনেঃ-ছোবান গং, পূর্বে-সরকারী রাস্তা, পশ্চিমেঃ-সাহিদা গং। এই চৌহদ্দি ভূক্ত সম্পত্তি নালিশী সম্পত্তি হয় বটে।