নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার আশঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে ৮-১০ জন যাত্রী পানিতে ঝাঁপ দেয়। এ সময় বিভিন্ন নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৯ মে) দুপুরে শহরের টানবাজার সংলগ্ন খেয়া ঘাটে যাত্রীবাহী ট্রলার নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার ২০-২৫ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় এম ডি আখতার হোসেন-১ নামে একটি মিনি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার উপক্রম হয়। এ সময় ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলারের ৮-১০ জন যাত্রী মাঝ নদীতে ঝাঁপ দেয়। তবে এ সময় জাহাজের সাথে ধাক্কা লাগেনি। পরে আশেপাশের ট্রলার সহ বিভিন্ন নৌযান এসে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, প্রাণ বাঁচাতে অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়েছে। তবে জাহাজের ধাক্কা লাগেনি ট্রলারে। তবুও আতঙ্কে ঝাপ দিয়েছে তারা। এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বলেন, কার্গো জাহাজের ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলারে থাকা ৭-৮ জন যাত্রী নদীতে ঝাপ দেয়। তবে এ সময় কার্গোর সাথে ধাক্কা লাগেনি। এ সময় আশেপাশের বিভিন্ন নৌযান এসে ঝাঁপ দেওয়া যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।