ষ্টাফ রিপোর্টার:
ফ্যাসিবাদী শাসকের পতন হলেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ফ্যাসিবাদ মেম্বাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের দোসর মেম্বাররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। সম্প্রতি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধান গ্রেপ্তার হলেও আওয়ামীলীগ নেতা ৬নং ওয়ার্ড মেম্বার কামরুল হাসান জজ মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার মহসিন, ৮নং ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন অবাধে নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবকে প্রতিহত করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ডাকে বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন থেকে আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে ইউনিয়ন পরিষদের একাধিক মেম্বার জড়িত ছিলেন। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জজ মিয়া, মহসিন, মফিজুল ইসলাম ও মনির হোসেন। কিন্তু তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জুলাই-আগস্ট বিপ্লবে কলাগাছিয়া ও বন্দর থেকে অংশগ্রহণ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ওপর আক্রমণ করে রাজপথ রক্তাক্ত করেছিল, তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় সচেতন মহল।