জনমনে নানা প্রশ্ন!
নিজস্ব প্রতিনিধিঃ ফ্যাসিস্ট ওসমানদের দোসর শাহ নিজামের ঘনিষ্ঠ সহচর সাদেকুর রহমান( অন্তর)’র কে নিয়ে দেখা মিলেছে মিশ্রপ্রতিক্রিয়া। জনমনে নানা প্রকার প্রশ্ন থাকলেও মুখে সাহস নিয়ে বলতে পারে না। সাদেকুর রহমান অন্তর উত্তর চাষাঢ়া ব্যাংক কলোনী এলাকার মৃত আব্বাস আলী মিয়ার ছেলে। উত্তর চাষাঢ়ার সাদেকুর রহমান স্বৈরাচারী সরকারের মোস্ট ওয়ানটেড শামীম ওসমানের মূল হাতিয়ার শাহ নিজামের ঘনিষ্ট ও বর্তমানে সকল ব্যবসা -বাণিজ্যের সেক্টর নিয়ন্ত্রণ করছেন। তার বর্তমান ও চলাফেরা দেখে অনেকে মন্তব্য করে বলেন, ওসমান পরিবারের দোসরদের অত্যাচারে আমরা সব আতংকিত থাকতাম। কোন সময় ওসমান পরিবারের কোন ক্যাডার বা ওই বাহিনীর নীরব ঘাতক সাদেকুরের মত লোকদের হানার কবলে পড়তে হয়। তাদের ভয়ে আতংকিত থাকলেও কথা বলার মত জায়গা ছিল না। ২৪ শে জুলাই নতুন স্বাধীন দেশ থেকে ওসমান দোসররা পালিয়ে বিদেশ জীবন যাপন করলেও এখন আবার স্বাভাবিক জীবনে আসছে। নীরব ঘাপটি মেরে বসে থাকা সাদেকুর রহমানের মত শাহ নিজামের ঘনিষ্ঠ দোসর, সকল সেক্টর নিয়ন্ত্রণ কারী ওপেন চলাফেরাসহ পূর্বের দাপটে অবস্থায় ফিরে আসছে। জেলা অপারেশন ডেভিড হান্ট অভিযান চললেও অন্তর যেন ডোন্ড কেয়ার মোডে। তৎকালীন ফ্যসিস্ট সরকারের ওসমান দোসর সন্ত্রাসী ছাত্র জনতার বৈষম্যের বিরোধী একাধিক হত্যা মামলার আসামী শাহ নিজামের দোসর সাদেকুর রহমান অন্তর। ২৪শে জুলাই হতে অন্তর দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে ওপেন চলাফেরা দেখে ব্যবসায়িক ও সশেতন মহলের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাদেকুর রহমানের কি এমন আধ্যাতিক শক্তি এত অপকর্মের হোতা হয়ে প্রকাশ্য দিবালোকে। অপারেশন ডেভিড হান্ট অভিযানে অন্তরদের মত দোসররা কি পড়ে না। নাকি তার ( অন্তরের) সকল কিছু নীরব। প্রশাসনের অপারেশন ডেভিড হান্ট অভিযানে সাদেকর রহমান (অন্তর) কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে শাহ নিজামসহ ওসমানদের অনেক অজানা তথ্য।