বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমান সহযোগী বন্দরে আবুল কালাম বাসুর ডকইয়ার্ডে এম. ভি. শতাব্দী বাধন জাহাজটি দীর্ঘ কয়েক মাস যাবৎ রয়েছে। তবে এই খবরটি ছড়িয়ে যাওয়ার পর থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে শুরু করে বন্দর থানা বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় ডকইয়ার্ডে দৌঁড়ঝাপ শুরু করেছে। একই সঙ্গে জাহাজটি বিএনপির নেতাদের বাণিজ্যে পরিনত হয়েছে।
জানা গেছে, ৫আগস্ট সরকার পতনের পর স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামীলীগের দলীয় এমপি থেকে শুরু করে নেতাকর্মীরা পালিয়ে যায়। তেমনি বন্দরের অনেক প্রভাবশালী নেতারাও গাঁ ডাকা দিলেও এলাকায় রয়েছে শামীম ওসমানের সহযোগী আবুল কালাম বাসু, যুবলীগ নেতা কাজী জহির। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হারালেও আবুল কালাম বাসু ও কাজী জহির এখনও এলাকায় বীরদর্পে ডকইয়ার্ড ব্যবসা করে যাচ্ছে। এ সকল ডকইয়ার্ডে অবৈধভাবে জাহাজ এনে রাতের আধারে কেটে বিক্রি করে থাকে। ঠিক তেমনি ৫ আগস্টের পর আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল চেয়ারম্যান পালিয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান রেখে। শামীম ওসমানের সুত্র ধরে আবুল কালাম বাসুর সঙ্গে ইকবাল চেয়ারম্যানের এম. ভি. শতাব্দী বাধন জাহাজটি ম্যানাজার বাসুর ডকইয়ার্ডে নিয়ে আসে। এর পর থেকে বিএনপির নেতারা দফায় দফায় ডকইয়ার্ডে দৌঁড়ঝাপ শুরু করেছে।
বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, আবুল কালাম বাসুর ডকইয়ার্ডে এম. ভি. শতাব্দী বাধন জাহাজটি উঠানোর পর থেকে মহানগর বিএনপি হস্তক্ষেপ করেন। বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ নির্দেশে সাংগঠনিক সম্পাদক নাছির উল্লাহ টিপু, মহানগর যুবদল নেতা জোসেফ এর পক্ষ থেকে যুবদল নেতা হুমায়ন সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা দফাফ দফায় ডকইয়ার্ডে প্রবেশ করে। পরবর্তী সময়ে জাহাজের ম্যানাজার সহ স্টাফরা ভয়ে পালিয়ে যায়। এভাবেই চলতে থাকে কিছু দিন, এক পর্যায়ে জাহাজ থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তারা। মূলতঃ জাহাজটির মালিক আওয়ামীলীগের চেয়ারম্যান ইকবাল। এসব ঘটনার পর থেকে জাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ডক মালিক আবুল কালাম বাসু। সর্বশেষ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে তার দলীয় কর্মী সমর্থক নিয়ে ওই ডকইয়ার্ডে যান বলে জানান তারা।
ডক মালিক আবুল কালাম বাসুর সঙ্গে ব্যবহৃত মুঠো ফেনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।